পাতা:বেণীসংহার নাটক.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शृष्ठं श्रक । እ$ዓ জলজ-নীল-লোচন ভীম ও গো ! এই জল তব তরে দত্ত । তোমার আমার তরে থাকুক গো ইহা এবে হয়ে অবিভক্ত। পিপালিত হইলেও ক্ষণকাল তরে ভূমি থাকে। ধৈর্য্য ধরি’ ; তব সনে একসাথে পি’তে জল আসিতেছি আমি ত্বর করি* ॥ অথৰা, তুমি ভাই স্বক্ষত্রিয়দের গতি লাভ করেছ, আমি মৃত হলেও বোধ হয় তোমাকে আর দেখতে পাব না। ভাই ভীমসেন ! মোর পান হলে শেষ তবে করিয়াছ পান তুমি মাতৃ-স্তন। আমার উচ্ছিষ্ট দুধে তুমি করিয়াছ পরে জীবন ধারণ। সোম-যজ্ঞেতেও দেখ আমাতোমা-মাঝে ছিল এমনি বিধান ; বল দেখি কেন তবে মোর আগ্ৰে পিণ্ড-জল করিতেছ পান.? কৃষ্ণ ! ভীমকে এইবার তুমি জলাঞ্জলি দেও। ীে –ওলো বুদ্ধিমতিকে ! আমাকে জল দে। দাসী –(তথা করণ) ীে।–(নিকটে গিয়া, এক অঞ্জলি জল লইয়া ) কাকে জল দেব ? তারে দেও জল ওগো ! স্বৰ্গলাভ হইয়াছে সহস যাহার !