公意霉 বেণীসংহার নাটক । যুধি –(ভীমকে অবলোকন করিয়া অশ্র-মার্জন ) ভীম।—(পদতলে পতিত হইয়া ) জয় হোক দাদার ! যুধি।-ভাই! অশ্র-জলে আমার চক্ষু আচ্ছন্ন, তাই তোমার মুখ-চন্দ্র আমি দেখতে পাচ্চি নে। বল, তুমি ও অর্জুন তোমরা প্ৰাণেপ্রাণে বেঁচে আছ তো ? ভীম –আপনার শক্র-পক্ষ সমস্ত নিহত-ভীমাৰ্জুনও বেঁচে আছে। যুধি –(সস্নেহে পুনৰ্ব্বার গাঢ় আলিঙ্গন করিয়া ) রিপু-বধ-কথা থাক । তাহে কিবা প্রয়োজন আর ? তুমি সেই বক-রিপু, ভীম কি না—বল শত বার ॥ ভীম –ই দাদা—আমিই সেই ভীম। যুধি – জরাসন্ধ-উরু-সরে —তার সেই রুধিরাক্ত জলে তুমিই মকর-সম করিয়াছ কেলি কুতুহলে ? ভীম -হঁ, আমিই সেই ভীম। দাদা ! ক্ষণেকের জন্য আমাকে এখন ছেড়ে দিন। যুধি –কেন, আর কি কিছু বাকি আছে ভাই ? ভীম –প্রধান কৰ্ম্মই বাকি। এই দুৰ্য্যোধনের রক্ত গায়ে শুকুতে না শুকুতেই দ্রোপদীর বেণীবন্ধন করে দিতে হবে। যুধি।—শীঘ্ৰ যাও ভাই, অভাগিনী দ্রৌপদীর আজ বেণীসংহার উৎসব সম্ভোগ হোক ।
পাতা:বেণীসংহার নাটক.djvu/১৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।