পাতা:বেণীসংহার নাটক.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

स्वर्छ अक्र । N (tst ভীম –ওগা পাঞ্চাল-রাজ তনয়ে ! সুসংবাদ বলি শোনে, আমি এইমাত্র শক্ৰকুল ধংশ করে এলেম । দ্রে। —জয় হোক নাথ জয় হোক! ( ভয়ে দুরে গমন ) ভীম।—আমাকে দেখে ভয় পাচ্চ কেন ? দেখ — বুদ্ধিমতিকে ! পাণ্ডব-পত্নীকে যে উপহাস করেছিল সেই ভানুমতী এখন কোথায় ? ওগো যজ্ঞবেদি-সন্তবে যাজ্ঞসেনি । দ্রে –আজ্ঞা কর নাথ । ভীম – নৃপতি-সভার মাঝে নর-পশু যেই দুঃশাসন তব কেশ-গুচ্ছ ধরি* সবলে করিল আকর্ষণ, পীত-শেষ রক্তে তার সিক্ত মোর এই কর-দ্বয় কর’ স্পর্শ ; দেখ প্রিয়ে ! আর এই রক্ত সমুদয় —গদাঘাতে বিচূর্ণিত কুরু-রাজ-উরু হতে যাহা বিনিঃস্বত— অঙ্গে অঙ্গে লিপ্ত হয়ে অপমানানল তব ছোকৃ নিৰ্ব্বাপিত ॥ বুদ্ধিমতিকে ! এখন সে ভানুমতি কোথায় ? পাওব-পত্নীকে -সে তখন উপহায়ু করেছিল না ? দেখ, যজ্ঞবেদি-সম্ভব! যাজ সেনি ! দ্রে । —আজ্ঞা কর, নাথ !