পাতা:বেণীসংহার নাটক.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वर्छ अक्र । A to বাস্থদেব ও অর্জুনের প্রবেশ । বাস্থ –(নিকটে আসিয়া ) যার সমস্ত অরাতি-মণ্ডল নিহত, সেই অনুজ-পরিবেষ্টিত পাওব-কুল-চন্দ্ৰম মহারাজ যুধিষ্ঠিরের জয়! অৰ্জ্জু –ভগৱানের জয় ! - যুধি –( দেখিয়া ) এ কি ! ভগবান বাসুদেব যে ! আর, এই যে অর্জুন! ভগবন! অভিবাদন করি, (অৰ্জুনের প্রতি ) এসো ভাই এসো, আমাকে আলিঙ্গন কর । অৰ্জু —(প্রণাম করণ) যুধি।-(বাস্থদেবের প্রতি) দেব! ভগবান পুণ্ডরীক স্বয়ং যাকে শুভ-উপদেশ প্রদান করেচেন, তার জয় ভিন্ন আর কি হতে পারে ? গুরুত্ব-গুণ-অন্বিত প্রকৃতি-বিকার-জাত মুরুতি তোমার। স্বল্প জীবদের তুমি স্বষ্টি-স্থিতি-লয়-হেতু —ত্রিগুণ আধার। অচিন্ত্য অজর অজ-- তব ধ্যানে যদি হয় বিশ্ব-দুঃখ ক্ষয়, প্রত্যক্ষ দর্শনে তব না জানি গো ভগবান - আরো কিবা হয় | (অৰ্জুনকে আলিঙ্গন করিয়া ) ভাই! আমাকে আলিঙ্গন

  • ६Ll বাস্থ –দেখ, ব্যাস-বাল্মীকি, জামদগ্ন্য, জাবালি প্রভৃতি এই সব মহর্ষিগণ তোমার মঙ্গল অভিষেকের আয়োজন কমচেন ;