পাতা:বেণীসংহার নাটক.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

うQb" বেণীসংহার নাটক। নকুল সহদেব সাতাকি প্রভৃতি সেনাপতিগণ, ও যাদব মৎস্য মাগধকুলোদ্ভব রাজকুমারেরাও সেই নিমিত্ত তীর্থবারি-পূর্ণ কলস-সকল স্কন্ধে ধারণ করে’ আছেন ; আর, চাৰ্ব্বাক । তোমাকে প্রতারণা করেচে জানতে পেরে আমিও অর্জুনকে সঙ্গে করে সত্বর এখানে এসেছি । - যুধি –কি ? চাৰ্ব্বাক আমাদের প্রতারণা করেচে ?. (সরোষে) কোথায় সেই ধাৰ্ত্তরাষ্ট্র-সখী রাক্ষসাধম যে আমাদের এরূপ বিষম চিত্ত-বিভ্রম ঘটিয়েছিল ? বাস্থ –সেই দুরাত্মাকে ধৃত করা হয়েচে । এখন মহারাজ ! বল, এ অপেক্ষ প্রিয়তর আকাঙ্খা তোমার আর কি আছে যা আমি পুর্ণ করতে পারি। যুধি –ভগবান তুমি ৰার প্রতি প্রসন্ন, তার তুমি কি না করে থাকো ? তবে কি না, আমি সাধারণ পুরুষাৰ্থ লাভ করতে পারলেই সন্তুষ্ট—তার অধিক প্রার্থনা করতে আমি অক্ষম। দেখুন, ভগবন! হইয়া ক্রোধান্ধ মোরা করি রিপুকুল ক্ষয় অক্ষত আছি পঞ্চজন । আমার দুর্ণীতি হেতু যেই অপমানার্ণবে হয়েছিল পাঞ্চালী পতন —তা হতে উত্তীর্ণ এবে ; আর তুমি নরোত্তম | ... → * “... “4. . স্বপ্রস্থ মনে সাদরে,কহুিছ কথা -শূণ্যবান মনে করি’— ,:V峭_。 এ অধম সনে