o বেণীসংহার নাটক। রৌপদী আশ্রজল কোনরূপে সম্বরণ করে দাদার কাছে আসচেন। এইবার দেখুচি ঘোরতর বিপদ উপস্থিত। আৰ্য আজি ক্রুদ্ধ হয়ে যে বৈদ্যুতিক জ্যোতি করেন ধারণ । –বর্ষ সম কৃষ্ণ আসি , নিশ্চয় তাহারে আরো করিবে বৰ্দ্ধন । (দাসীর সহিত সেইরূপ ভাবে দ্রৌপদীর প্রবেশ । ) দ্ৰৌপদী –( ছল-ছল চোখে নিঃশ্বাস ফেলিয়া) দাসী –ঠাকুরাণি ! অত অধীর হবেন না । কুমার তীমসেন কৌর বদের বদ্ধ-শত্ৰু, তিনি নিশ্চয় আপনার কোপ শাস্তি করবেন। ত্রেী –ওলো বুদ্ধিমতিকে ! তা হতে পারে যদি মহারাজ প্রতিকুল না হন। তাই নাথকে দেখুবার জন্য আমার হৃদয় উৎক্ষক হয়েচে । আমাকে তার ঘরে নিয়ে চল। দাসী।—এই দিকে ঠাকুরাণি, এই দিকে। (পরিক্রমণ) এই তার ঘর-প্রবেশ করুন । , , मृथ —ভীমের कृच्ह l ীে।—নাথকে বল, আমি এসেছি। । দাসী –যে আজ্ঞে ঠাকুরাণি । ( পরিক্রমণ করতঃ নিকটে আসিয়া ) কুমারের জয় হোক ! ভীম –(ন। শুনিয়া, “ক্ষত্র-তেজ যাহা ছিল" ইত্যাদি পুনরাবৃত্তি )
পাতা:বেণীসংহার নাটক.djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।