পাতা:বেণীসংহার নাটক.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

थर्षभ अरु । . * > দাসী।-(ফিরিয়া আসিয়া) ঠাকুরাণি । একটা স্থলংবাদ দি। দেখে মনে হল, কুমার যেন কুপিত হয়ে আছেন। দ্রেী।—ওলো, তা যদি হয়, ওঁর অবজ্ঞাতেও আমার মনে সাম্বন হচ্চে। আচ্ছ। তবে এইখানে একাস্তে বলে শোনা যাক, নাথ কি বলচেন (উভয়ের তথাকরণ) জীম।–(সহদেবের প্রতি ) কি ?—পঞ্চ গ্রামের পণে সন্ধি ?— শত শত কৌরবের . —রণে আমি সংহারিব প্ৰাণ। দুঃশাসনবক্ষ-হতে । রুধির করিব আমি পান। গদায় করিব চুৰ্ণ দুৰ্য্যোধন-উরুস্থল আজ করুন না সন্ধি কেন পণ লয়ে তব মহারাজ। গ্রেী -(সহৰ্ষে, জনাস্তিকে) নাথ ! এরূপ কথা তো তোমার আগে কখন শুনি নি-ই কথা আবার বল, আবার বল। ভীম –(না শুনিয়, “শত শত কৌরবের” ইত্যাদি পুনরাবৃত্তি ) সহ –া! মহারাজ বা বলে পাঠিয়েছেন, আপনি তার গুড় তাৎপৰ্য্য ঠিক্‌ গ্রহণ করতে পারেন নি। ভীম -এর আবার গূঢ় তাৎপর্ঘ্য কি ? . সহ।—মহারাজ এইরূপ বলে পাঠিয়েছেন – जैब –कोब्र निकले ? - , সহ।--দুৰ্য্যোধনের নিকট ।