পাতা:বেণীসংহার নাটক.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । , Y& দাসী –তার পর, তিনি দেবীকে দেখে, সখীর মুখের পীনে চেয়ে হেসে বল্লেন— . . . ভীম।—শুধু দেখুলে তা নয়—আবার কথা বল্পে ? ওঁ ! কি করা যায় ?—তার পর, তার পর ? - দাসী।–“ওগো যাজ্ঞসেনি। শোনা যাচ্চে নাকি, সম্প্রতি পাচটি গ্রাম প্রার্থনা করা হয়েচে। তবে, এখনও কেন তোমার চুল বাধ হয় নি বল দিকি ?” ভীম –সহদেব !—শুনলে ? সহ--দাদা ! ও তো ছর্য্যোধনের স্ত্রীর উক্তি। দেখুন :– সাহচৰ্য্যবশে শুধু স্বামীর সদৃশ হয় স্ত্রীগণের চিত। বিষবৃক্ষাশ্রিতা-লতা মধুর হলেও করে অন্তেরে মুছিত } - ভীম -বুদ্ধিমতিকে । তার পর, দেবী কি বল্লেন ? দাসী –কুমার! দাসী সঙ্গে থাকলে তিনি নিজে কিছু বলেন না । ভীম –আচ্ছ, তুমি কি বল্পে, বল। দাসী –কুমার ! আমি এই কথা বল্লেম ;–“বলি ওগো ভানুমতি । তোমার চুল বাধা থাকতে, আমাদের ঠাকুরাণী কেমন করে’ চুল বাধেন বল দিকি ?” ভীম।—(পরিতুষ্ট হই ) বেশ বলেচ বুদ্ধিমতিকে । আমাদের দাসীর উপযুক্ত কথাই হয়েচে। (নিজের আভরণাদি বুদ্ধিমতিকাকে প্রদান করিয়া অধীর ভাবে আসন হইতে উখান ) ওগো পঞ্চাল-তনয়ে ! স্কার দুঃখ কোরো না—অধিক আর কি বলব,শোৰো আমি কি করতে যাচ্চি—শীঘ্রই দেখবে, ভীম –