প্রথম অঙ্ক । ❖ ግሉ (ত্রস্তব্যস্ত ভাবে কষ্ণুকীর প্রবেশ।) কধুকী৷—ইনি নিশ্চয় ভগবান বাস্থদেব। সকলে –( কৃতাঞ্জলি হইয়া সমুখান ) ভীম –কোথায়—কোথায় ভগবান ? কধু –পাণ্ডব-পক্ষপাতী বলে সুযোধন তাকে বন্ধন করবার উপক্রম করেছিল। সকলে –( ভয়-ব্যাকুল ) ভীম।—কি ?—তিনি কারাবদ্ধ ? কধু –না না, তাক্লে বন্ধন করবার উপক্রম করেছিল। ভীম -ভগবান কি করলেন ? কধু —তার পর, ভগবান বিশ্বরূপ প্রদর্শন করায়, তারই তেজঃপুঞ্জে কুরুকুল মূচ্ছিত হয়ে পড়ল ; তখন তাদের পরিত্যাগ করে আমাদের শিবিরে তিনি এসে উপস্থিত হলেন। আর, এখন তিনি কুমারকে শীঘ্ৰ দেখতে চাচ্চেন। ভীম –(উপহাস-সহকারে ) কি ? দুরাত্মা সুযোধন ভগবানকে বন্ধন করতে চায় ? ( আকাশে দৃষ্টিপাত করিয়া) আরে দুরাত্ম কুরু-কুল-কলঙ্ক ! এইরূপ ভগবানের মর্য্যাদা লঙ্ঘন করে’, এখন দেখুচি তুই পাণ্ডব-ক্রোধের শুধু উপলক্ষ্য-মাত্র হলি। সহ।—দাদা ! এই হতভাগ্য জুরাত্মা সুযোধন, ভগবান বাস্থ দেবকে কি এখনও চেনে নি ? ভীম –ভাই ! ও নিতান্ত মুঢ়—কি করে চিনবে বল ? দেখ — আত্মাতে র্যাদের রক্তি, নিৰ্ব্বিকল্প সমাধিতে যাহারা নিরত,
পাতা:বেণীসংহার নাটক.djvu/২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।