এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম অঙ্ক | ు సె ভীম –( শুনিয়া সহর্ষে ও সক্রোধে ) দাদার ক্রোধানল জ্বলে উঠুক, জলে উঠুক—অবাধে জলে উঠুক। (পুনৰ্ব্বার নেপথ্যে কোলাহল ) দ্রেী –(সবিস্ময়ে ) নাথ ! প্রলয়কালের ঘোরতর মেঘগর্জনের মত, কি জন্য ক্ষণে ক্ষণে এই দুন্দুভি-ধ্বনি হচ্চে ? ভীম –দেবি । আর কি ? এইবার যজ্ঞ আরম্ভ হল । দ্রেী –(সবিস্ময়ে ) এ কিসের যজ্ঞ ? ভীম –রণ-যজ্ঞ । দেখ — এ যজ্ঞে চারিজন মোরা যজমান, দীক্ষা-গুরু আমাদের হরি-ভগবান । দীক্ষিত হইল দেখ এই রণযজ্ঞে নরপতি । দ্রৌপদী গৃহীত-ব্রতা ; যজ্ঞ-পশু কুরুর সন্ততি । প্রিয়া-অপমান-ক্লেশ, উপশম–এ যজ্ঞের ফল । রাজদ্যের নিমন্ত্রণে যশো-ঢাক বাজে এ সকল ॥ সহ —দাদা ! গুরুজনের আজ্ঞা-অনুসারে এখন তবে নিজ নিজ বলবিক্রমের অনুরূপ কাজ করা যাক, চল। ভীম -ভাই । দাদার আদেশ অনুসারে কার্য্য করতে আমরা