পাতা:বেণীসংহার নাটক.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

있• বেণীসংহার নাটক । প্রস্তুত-চল। (जेन्जि ) দেবি ! আমরা কুরু-বংশ ধ্বংশ করতে চল্লেম । দ্ৰেী –(ছল-ছল চোখে ) নাথ ! অসুর-সমরাভিমুখী হরের ন্যায় তোমাদের মঙ্গল হোক । * দাসী –আরও এই কথা দেবী বলচেন –নাথ ! যুদ্ধক্ষেত্র হতে 'ফিরে এসে আবার আমাকে সাস্তুনা কোরে । ভীম –দেবি । মিথ্যা সাত্বনায় কি ফল ? বহুবিধ অপমানে ক্লাস্তি ও লজ্জায় হয়ে মলিন-আনন, ফিরিবে না কভু ভীম না করিয়া কুরুকুলে সমূলে নিধন। দ্ৰেী –নাথ ! দ্রৌপদীর অপমানে, ক্রোধে প্রজ্জ্বলিত হয়ে, দেখে যেন রণক্ষেত্রে আপনার শরীরের প্রতি উদাসীন হয়ে নাকেননা, শুনতে পাই নাকি, শক্র-সৈন্তের মধ্যে অতি সাবধানে বিচরণ করতে হয় । ভীম –ও গো সুক্ষত্রিয়ে ! পরস্পর আক্রমণে গজ-দেহ বিদারণে সঞ্চিত যে রক্তমাংস-পঙ্ক —তাহে মগ্ন রথ কত, তদুপরি উঠে যত মহাবল পদাতি নিঃশঙ্ক । রক্ত-নদী বহে বটু, পান-সভা বসে তায়, অশিব শিবারা মাতি করে তুর্য্যধ্বনি।