দ্বিতীয় অঙ্ক । כי ס ( পরিক্রমণ ও দর্শন করিয়া—আকাশে ) ওগো কিহঙ্গিকে ! শ্বশ্রজনের পাদবন্দনা করে ভানুমতী কি ফিরে এসেছেন ? (কান পাতিয়: ) কি বল্চ ?— (আকাশে উত্তর )- মহাশয়, দেবী ভানুমতি গুরুজনের পাদবন্দনাদি করে, যুদ্ধে জয়ী হবার আশায়, আজ হতে ব্ৰতনিয়ম পালন করে” পুষ্পোপ্তানের দেব-গৃহে অবস্থিতি করচেন । কঞ্চ –আচ্ছা, বাছা! এখন তবে তুমি তোমার কাজে যাও। আমিও মহারাজকে জানিয়ে • আসি, দেবী সেইখানে আছেন। (পরিক্রমণ) সাধু পতিব্ৰতে সাধু! স্ত্রীলোক হয়েও উনি ইষ্ট সাধনের চেষ্টা করচেন, আর মহারাজ কি না, এই প্রবল শক্রপক্ষ—শুধু প্রবল নয়-এই বাস্থদেবসহায় শত্রুপক্ষ পাণ্ডবেরা থাকৃতে, অন্তঃপুরে এখন বেশ স্বচ্ছন্দে বিহার-মুখ উপভোগ করচেন। (চিন্তা করিয়া ) আর এটিও প্রভুর উচিত কাৰ্য্য হয় নি, কেন না :– অস্ত্রাদি ধারণাবধি পরশু র্যাহার অজেয় বলিয়া ছিল জগতে প্রচার —সে পরশুরাম-জেতা ভীষ্মেরে আহবে পাণ্ডবেরা শরাঘাতে বধিলেন যবে, রাজার হল না তাহা শোকুের কারণ ; আরো, যবে অভিমনু বালক অমন প্রৌঢ় বীরগণ সনে যুঝি’ ক্লান্ত-কায় ধনু-বিরহিত হয়ে এক অসহায় হলেন নিহত রণুে, নৃপতি তখন শুনিয়া হলেন কত হরষিত মন |
পাতা:বেণীসংহার নাটক.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।