পাতা:বেণীসংহার নাটক.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । २N ভ্রম-বশে তব কণ্ঠে হইল শিথিল কি গে। আজি রাতে এ ভুজ-বন্ধন ? নিদ্রাভঙ্গে পাশ-ফিরি’ অভিমুখী হইয়াও করি নি কি আদর যতন ? অপর স্ত্রীজন-সহ স্বপনে করেছি কি গে৷ বাক্যালাপ হয়ে লঘু-মন ? কি দোষ দেখিলে মোর যাহাতে হইতে পারি সর্থীদেরো নিন্দার ভাজন ? { চিন্তা করিয়া ) অথবা ঃ– - আমি-ই তোমার এক হৃদয়-আশ্রয়, আমাতেই আছে বদ্ধ তোমার প্রণয়। তাই, অতি-প্রেমে বুঝি হয়ে ঈর্ষান্বিত কল্পনায় দোষ দেখি হও গো কুপিতা । তবু, কি বলচে শোনা যাক। ভানু —তার পর, সেই সুন্দর নকুলটিকে দেখে আমি অত্যন্ত উৎসুক হয়ে উঠলেম । - রাজা –কি ?—সেই সুন্দর নকুলকে দেখে উৎসুক হয়ে উঠেছে ? তবে কি মাত্রীপুত্র নকুলের প্রতি অনুরক্ত হয়ে আমাকে প্রতারণা করচে ? (স্মরণ করিয়া, পুনৰ্ব্বার “আমিই তোমার” ইত্যাদি পাঠ ) মূঢ় দুৰ্য্যোধন ! কুলটা কর্তৃক প্রতারিত হয়েও আপনাকে গৌরবান্বিত মনে করে তুমি কত কি বলেচ !—ওহে ! এই জন্তই প্রভাতে এই নির্জন স্থানে এসে সখীদের সঙ্গে বাক্যালাপ করতে ওর ইচ্ছে হয়েচে । দুৰ্য্যোধনও কুলটার মনের প্রকৃত ভাব ঠিক্‌ বুঝতে না পেরে