পাতা:বেণীসংহার নাটক.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । \לס ভয়ে।—তার পর ?—তার পর ? ভানু —তার পর, সে হাত বাড়িয়ে সহসা আমার বুকের কাপড় সরিয়ে দিলে । রাজা –(সক্রোধে ) আর শুনে কি হবে ? আচ্ছ, এখনি আমি গিয়ে সেই পরস্ত্রী-অপহারী ধৃষ্ট হতভাগা মাদ্রীপুত্রকে বধ করি গে। (কিয়দূর গিয়া চিন্তা) কিন্তু না, এই পাপীয়সীকে আগে শাসন করতে হবে। ( প্রত্যাবর্তন ) উভয়ে।—তার পর, তার পর ? * ভানু।—তার পর, আমি প্রভাতী-মঙ্গলবাদ্যের সহিত মিশ্রিত বার বিলাসিনীদের সঙ্গীত-শব্দে জেগে উঠলেম । রাজা।—(মনে মনে বিতর্ক করিয়া) কি ?-“আমি জেগে উঠলেম ?” তবে কি স্বপ্নদর্শনের কথা বলচে ? (চিন্তা করিয়া) আচ্ছ, সখীদের কথায় হয় তো সমস্ত প্রকাশ হবে। উভয়ে —( বিষঃভাবে পরস্পরের মুখের দিকে চাহিয়া ) দেখ সুবদনা –যা কিছু অমঙ্গল হয়েচে, তা ভাগীরথী প্রভৃতির পুণ্যজলে, আর ব্রাহ্মণদের প্রজ্জ্বলিত হোমাগ্নির দ্বারা সমস্ত দূর হবে । রাজা । —আর কোন সন্দেহ নেই—উনি স্বপ্নদর্শনের কথাই বর্ণন করচেন। আমি অতি নিবোধ—আমি অন্তরূপ ভাবছিলেম। অৰ্দ্ধশ্রত বাক্য শুনি’ সংশয়-জনিত ক্রোধ ভাগ্যে হল দূর, ভাগ্যে আমি বলি নাই পরুষ বচন, হয়ে রোযে ভরপুর,