পাতা:বেণীসংহার নাটক.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨ বেণীসংহার নাটক । ভাগ্যে এই মূঢ়-হৃদি শুনিল প্রত্যয়-তরে তার শেষ কথা, মিথ্যা-অপবাদে ভাগ্যে এ-লোক করেনি ত্যাগ সেই পতিব্ৰতা ৷ ভানু –ও লো! এতে শুভ-স্বচক কথা কি আছে বল । উভয়ে।—(পরস্পরের প্রতি অবলোকন করিয়া চুপি চুপি ) এ আদপে শুভ-সূচক নয়। যদি মিথ্যা বলি, তা হলে অপরাধী হব। জিজ্ঞাসা করলে যে ব্যক্তি, কঠোর হলেও হিত কথা বলে সেই সখী । ( প্রকাশ্যে ) এতে সমস্তই অশুভ স্থচনা করচে ; এখন, দেবতাদের পূজা করে, দুর্বাদি হাতে নিয়ে, অশুভ দূর করতে হবে ; নকুল কিম্বা অন্য কোন দংষ্ট্রীর দ্বারা শত সর্প বধ সপ্নে দেখা পণ্ডিতেরা ভাল বলেন না । রাজা –সুবদন ঠিকই বলেচে। নকুলের শত সৰ্প বধ, ও স্তন-বস্ত্র অপসারণ,—এ সমস্তই আমাদের অনিষ্ট-ফল-দায়ক বলে মনে श्ञ । পর্যায় ক্রমে হয়— কভু শুভ কভু মন্দ--- স্বপন-দর্শন। স-অনুজ শত মোরা— শত-সংখ্যা আমাকেই করে গো স্বচন । (বামাক্ষি স্পন্দন ) আঃ! আমি দুৰ্য্যোধন- এই সব অশুভ স্বচনায়—আমারে হৃদয় ব্যথিত হবে ? না, এতে ভীরু জনেরই হৃদয় কম্পিত হয়, দুৰ্য্যোধন-এ সব গণনার মধ্যেই আনেন না। অঙ্গির মুনিও এইরূপ মৰ্ম্মে বলে গেছেন –