পাতা:বেণীসংহার নাটক.djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । বেণী-সংহার নাটকের রচয়িত সুপ্রসিদ্ধ ভট্টনারায়ণ। বঙ্গলধিপ আদিশূর কনৌজ হইতে যে পঞ্চ ব্রাহ্মণকে বঙ্গে নিমন্ত্ৰণ করিয়া আনেন, তাহার মধ্যে ভট্টনারায়ণ একজন ; ইনি শাণ্ডিল্য-গোত্রীয় ছিলেন ; এই জন্য, আধুনিক বঙ্গের সমস্ত শাণ্ডিল্য-গোত্রীয় ব্রাহ্মণেরই ইনি আদিপুরুষ। আদিশূরের পর ২১ জন রাজা হইয়া, তাহার পর বল্লাল সেন। ত্রয়োদশম শতাব্দিতে বল্লালসেন বঙ্গের অধিপতি ছিলেন, ইহা একরূপ স্থির হইয়াছে। র্তাহার পূর্ববৰ্ত্তা রাজাদের রাজত্বকাল গড়ে তিন শত বৎসর ধরিলে, আদিশূরের রাজত্বকাল দশম শতাব্দি বলিয়া নিৰ্দ্ধারণ করিতে হয়। অতএব, আনুমানিক নবম হইতে দশম শতাব্দির মধ্যে কোন সময়ে বেণী সংহার নাটক রচিত হইয়া থাকিবে।