৩৬ বেণীসংহার' নাটক । সকলে ।-(কান পাতিয়া শ্রবণ)। ভানু –(সভয়ে রাজাকে আলিঙ্গন করিয়া ) নাথ ! রক্ষা কর, রক্ষা কর । রাজা –( চারিদিকে অবলোকন করিয়া ), প্রিয়ে! ভয় কোরে৷ না । দেখ ঃ– দিদিগন্তে নিক্ষেপিয়া বৃক্ষখণ্ড সবে, তৃণ-মিশ্র ধূলি-স্তম্ভ উড়াইয়া নভে, পথের থাপর যত লয়ে নিজ সঙ্গে, তরু-স্কন্ধ ঘরষণে তুলি ধূম রঙ্গে, প্রাসাদনিকুঞ্জ-মাঝে গরজি গম্ভীর ঘোর —যেন নব ঘন--- - প্রচণ্ড পবন বহে দিশিদিশি, এতে ভীরু ভয় পাও কেন ? সর্থী। —মহারাজ ! এই “দারু-পৰ্ব্বত”-প্রাসাদে প্রবেশ করুন। ভয়ানক ঝড় উঠেচে। দেখুন, ধূলোয় চোখ, ভরে যাচ্চে, বড় বড় গাছ ভেঙে পড়চে, আর তার শব্দে, ভয় পেয়ে অশ্বের অশ্বশালা হতে ছুটে বেরিয়ে, পথিকদের আকুল করে তুলেচে। রাজা —এই বাত্যাচক্ৰ তো দুর্য্যোধনের উপকারী বন্ধু। কেন না, দেখ, এর দরুণ দেবীকে ব্রত-নিয়ম ত্যাগ করতে হল— আমারও মনস্কামনা পূর্ণ হল। নাহি সে ক্রকুট আর, অশ্রুজলে আঁখি দুটি আর নাহি রহে আচ্ছাদিত ।
পাতা:বেণীসংহার নাটক.djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।