পাতা:বেণীসংহার নাটক.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WS)b, বেণীসংহার নাটক । ভানু। —(সহৰ্ষে) আবাচা গেল—এখানে আর ঝড়ের উৎপাৎ নেই। - সখী।—মহারাজ ! এই পৰ্ব্বতের উপর আরোহণ করে প্রিয়সখীর উরু-যুগল শ্রান্ত হয়ে পড়েচে, এখন উনি আসন-বেদীতে বসুন না কেন । রাজা।—(দেবীকে দেখিয়া) ঝড়ের ভয়ে ওঁর বড়ই ক্লেশ হয়েচে দেখুচি । দেখ ৪— নয়ন বিশাল বলি রেণুর পতনে চক্ষু বিষম পীড়িত। স্তন-ভরা বুক বলি তনুর কম্পন মাত্রে হাঁর বিচলিত । পৃথুল জঘন বলি অল্প চলিয়াও উরু হইল ব্যথিত । বাত্য শ্রমে কৃশাঙ্গীর গুরু নিতম্বের-ভার আরো গো বদ্ধিত । সকলে –(উপবেশন ) রাজা -এখানে কিছুই পাতা নেই, দেবী এই কঠিন শিলাতলে কেন বসলেন ? কেননা :– বায়ু ভরে বিচলিত, বসন শিথিলীকৃত, নয়ন-আনন্দ মোর, ও-তব জঘন । —তব নেত্র-দৃষ্টি হাস্ত্রী এ.মোর জঘনোপরি স্থাপন করগে যদি— সেই তো শোভন।