দ্বিতীয় অঙ্ক। $ 2 মাতা।—জাদু! কুশল আর কোথায় ? রাজা –সে কিরূপ ? - - মাতা –( আশঙ্কার সহিত ) আজ পুত্র-বধে ক্রোধে প্রজ্জ্বলিত হয়ে, অৰ্জুন, স্বৰ্য্য অস্ত না হতে হতেই তাকে বধ করবে এইরূপ প্রতিজ্ঞা করেচে। রাজা –(সস্মিত ) মায়ের আর দুঃশলার অশ্রুপাতের এইমাত্র কারণ? দেখ, পুত্ৰ-শোকে অর্জুন এইরূপ প্রলাপ দেখচে । অহে ! অবলাদের কি মূঢ়ত । মা ! তুমি আর দুঃখ কোরো না। বংসে দুশলে ! তুমি আর কেঁদো না। এই ধনঞ্জয়ের সাধ্য কি, যে মহারাজ দুৰ্য্যোধনের বাহু-পরিঘেরক্ষিত সেই জয়দ্রথকে বধ করে । মাত ।—জাছ! পুত্র-বধে ক্রোধে প্রজ্জ্বলিত হয়ে, জীবনের মায়। ছেড়ে, শক্রপক্ষের বীরের নির্ভয়ে চতুর্দিকে বিচরণ করচে। রাজা –(উপহাসের সহিত ) মমাজ্ঞায় দুঃশাসন টানিয়া খুলিয়া দেয় পাঞ্চালীর কেশ ও বসন । আমিও সে সভামাঝে “গরু” “গরু” এই বলি’ তাহারে গো করি সম্বোধন । তখন কি আরজুন করেন নি গাওঁীব ধারণ ? যুব কৃতী ক্ষত্রিয়ের - নহে কি তা ক্রোধের কারণ ? মাতা।--তখন র্তার প্রতিজ্ঞা অসমাপ্ত থাকায়, এখন তিনি আমাদের বধু করবেন বলে’ আবার প্রতিজ্ঞা করেচেন। \'ე
পাতা:বেণীসংহার নাটক.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।