8३ বেণীসংহার নাটক । রাজা –তা যদি হয় সে তো আনন্দেরই বিষয়, তাতে তোমার বিষাদ কিসের ? বল না কেন, অম্বুজগণের সহিত এইবার তা হলে যুধিষ্ঠির উৎসন্ন যাবে। মা ! তোমার পুত্রের পরাক্রম তুমি জান না। ধনঞ্জয় কিম্ব অন্তকারও সাধ্য কি যে সে দুৰ্জ্জয়-পরাক্রম জয়দ্রথের নাম পৰ্য্যন্ত গ্রহণ করে ? তাতে আবার সেই শত কুরু-পরিবেষ্টিত বৰ্দ্ধিত-মহিম কৃপ কৰ্ণ দ্রোণ অশ্বথামাআদি মহারথী থাকায়, জয়দ্রথের প্রভাব তো আরও দ্বিগুণিত হয়েচে । যুধিষ্ঠির আর সেই সহদেব নকুল দু ভাই —জয়দ্ৰথ তুলনায় তাহাদের কথাই তো নাই। ভীমসেন অর্জুনের মাঝে কে পারে যুঝিতে এক৷ সিন্ধুরাজ-সনে ? — সেই মহাবীর, যার মণ্ডল-আকার ধনু প্রস্ফুরিত রণে। ভানু –নাথ! তাও যদি হয়, তবুও প্রতিজ্ঞান্ধঢ় ধনঞ্জয় শঙ্কার বিষয় । মাতা –বাছা, তুমি সময়োচিত বেশ কথা বলেচ। রাজা।—আঃ ! আমি দুৰ্য্যোধন, আমার ; ভয়ের বিষয় কিনা পাণ্ডবেরা ? দেখ — ধন্থগুণ-কিশাঙ্কিত নহে দেহ বৰ্ম্মাবৃত —হেন মোর শত ভ্রাতৃগণ
পাতা:বেণীসংহার নাটক.djvu/৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।