পাতা:বেণীসংহার নাটক.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় ठाक्षु । 8% রাক্ষস —(তথা করিয়া) আচ্ছা, বসাগন্ধা! তুই কতটা ब्रङ ংস জমা করেছিস্ বল দিকি ? স্বাক্ষসী।—ওগো রুধিরপ্রিয় ! পূৰ্ব্বে কত জমা করেছিলুম তাতে তুমি জানোই, এখন নুতন যা জমা করেচি তাই তোমাকে বলচি শোনো । এক ঘড়া ভগদত্তের রক্ত, সিন্ধুরাজের দুই ঘড়া চৰ্ব্বি, মৎস্য-রাজ ভূরিশ্রব, সোমদত্ত, বালীক প্রভৃতি রাজা ও প্রধান পুরুষদের রক্ত চৰ্ব্বি ও মাংসে ভরা হাজারটে মুখ-খোলা ঘড়া আমার ঘরে; এখন মজুদ । রাক্ষস। -(সপরিতোষ আলিঙ্গন করিয়া ) তুই বড় ভাল গিন্নি— বড়ই ভাল! তোর এই গিন্নিপনাতে, আর হিড়িম্বা ঠাকুরাণীর বন্দোবস্তে আমার দারিদ্র্য-দুঃখ ঘুঢ়ল । রাক্ষসী ।—রুধির প্রিয় ! ঠাকরণ আবার কি বন্দোবস্ত করেচেন ? রাক্ষস ।—হিড়িম্বা-ঠাকরণ আমাকে আদর করে’ ডেকে এই আজ্ঞা করলেন ঃ—“দেখ রুধির-প্রিয়! আজ হতে তুমি আর্য্যপুত্র ভীমসেনের সঙ্গে থেকে সমস্ত যুদ্ধক্ষেত্র ময় ঘুরে ঘুরে বেড়াবে। র্তার সঙ্গে গেলে হত মমুষ্যের রক্ত-নদী দর্শনে ক্ষুধাতৃষ্ণ দূর হয়ে আমারও স্বর্গমুখ লাভ হবে, আর ভুমিও নিশ্চিন্ত হয়ে সহস্র ঘড়া রক্ত-চৰ্ব্বি অনায়াসে সংগ্রহ করতে পারবে।” - রাক্ষসী ।—রুধির-প্রিয় ! কি জন্ত কুমার ভীমসেনের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে বল দিকি ? রাক্ষস ।—বসাগন্ধা ! প্ৰভু ভীমসেন দুঃশাসনের রক্ত পান করবেন বলে’ প্রতিজ্ঞা করেচেন -আমর রাক্ষসেরাও র্তার সঙ্গে থেকে রক্ত পান করব।