পাতা:বেণীসংহার নাটক.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8げ বেণীসংহার নাটক । স্বাক্ষসী –(সহৰ্ষে ) বেশ করেছ ঠাকরণ ! আমার স্বামীর জন্ত তুমি বেশ বন্দোবস্ত করেচ ! ( নেপথ্যে মহা কোলাহল ) উভয়ে । —( শ্রবণ ) স্বাক্ষসী ।- ( শুনিয়া সভয়ে ) ওগো রুধির প্রিয় ! কিসের এই হৈহৈ শব্দ ? স্বাক্ষ –( দেখিয়া) বসাগন্ধা ! ধৃষ্টদ্যুম্ন দ্রোণের চুল টেনে ধরে’ অসি দিয়ে তাকে বধ করচে । - রাক্ষসী।–(সহৰ্ষে ) রুধিরপ্রিয়। রুধিরপ্রিয় ! এসে আমরাও গিয়ে দ্রোণের রক্ত পান করি গে । স্বাক্ষস ।--(সভয়ে ) বসাগন্ধা ! ও ব্রাহ্মণের রক্ত, ওঁতে কি হবে ? ও রক্ত গলায় দুকুলে গলা একেবারে পুড়ে যাবে। ( নেপথ্যে পূর্বের মত কোলাহল ) রাক্ষসী –আবার যে সেই হৈহৈ ররৈ শব্দ । স্বাক্ষ । ( নেপথ্যাভিমুখে অবলোকন করিয়া) বসাগন্ধা ! অশ্বথামা অসি খুলে এই দিকে আসচেন, দ্রুপদ-পুত্র রাগের মাথায় আমাদেরও বধ করতে পারেন। তা, চল, এখন আমরা হিড়িম্বা-ঠাকরণের আজ্ঞা মত কাজ করিগে। - ( প্রস্থান ) ইতি প্রবেশক। । snemannsatsensetts