তৃতীয় অস্ক। 8 సె অশ্বথামার প্রবেশ । অশ্ব ।-( কোলাহল শ্রবণে খড়গ নিস্কোষিত করিয়t ) মহা-প্রলয়-মারুত-সঞ্চালিত-কালান্ত-জলদ— তার ঘোর প্রতিধ্বনি-সম একি প্রচণ্ড শবদ । এ ভৈরবীরবে পূর্ণ ভূলোক ও ছালোক-কদর, রণ-সিন্ধু হতে আজি কি হেতু এ বন্ত ঘোরতর ? (চিন্তা করিয়া ) নিশ্চয়, অৰ্জুন, সাত্যকি কিম্বা ভীম যৌবনদৰ্পে সম্বন্ধের সীমা লঙ্ঘন করায়, পিতাও ক্রুদ্ধ হয়ে শিষ্যবাৎসল্য পরিত্যাগ করে সমকক্ষ ভাবে তাদের সহিত যুদ্ধ করচেন। তাই ঘটে :– দুৰ্য্যোধন-পক্ষপাতী হয়ে এবে শস্ত্র দেখ পিতা মোর করেন ধারণ —সেই সব মহা অস্ত্ৰ— ভার্গবে জিনিয়া যাহা - পূৰ্ব্বে তিনি করেন অর্জন । ধুনুর্ধারী-পতি তিনি স্ববিক্ৰম-অনুরূপ এবে রোষ করিয়া প্রকাশ প্রবৃত্ত সংহার-কাজে রণমাঝে কত রিপু অবিরত করিয়া বিনাশ ॥ ( পৃষ্ঠভাগে অবলোকন করিয়া) রথের অপেক্ষায় থেকে আর কি হবে ? আমি তো এখন অস্ত্রশস্ত্রে মুসজ্জিত । সজল জলধর-প্রভার স্তায় সেটি ভাস্বর, আর যার মুষ্টি-স্থান মুখ-গ্রাহ্য ও বিমল তপ্তকাঞ্চনে নিৰ্ম্মিত, সেই খড়গ্ন হাতে করে’
পাতা:বেণীসংহার নাটক.djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।