পাতা:বেণীসংহার নাটক.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@ 9. বেণীসংহার নাটক। এইবার তবে আমি রণক্ষেত্রে অবতরণ করি। ( পরিক্রমণ ও বামাক্ষি স্পনান ) সমরেই যার একমাত্র উৎসব-আনন্দ, পিতার বিক্রম দর্শনের জন্য যে এত লালায়িত—দুর্নিমিত্ত এখন কি না সেই অশ্বথাম৷ গমনে বাধা উৎপাদন করবে ? আচ্ছ, ব্যাপারটা কি জানা যাক । (সদৰ্পে পরিক্রমণ ও সম্মুখে অবলোকন করিয়া ) কি ?— সমস্ত ক্ষাত্রধৰ্ম্ম উপেক্ষা করে’, সৎপুরুষোচিত লজ্জার অবগুণ্ঠন পরিত্যাগ করে, স্বামী-ভক্তি বিস্তৃত হয়ে, গজ তুরঙ্গ সব পশ্চাতে ফেলে, বংশ ও বয়সের অনুরূপ পরীক্রম কিছুমাত্র প্রকাশ না করে, এই লঘু-চেতা সৈন্যগণ চতুর্দিকে পলায়ন করচে ?-ও ! তাই এই ভীষণ কোলাহল । (অন্যদিকে অবলোকন করিয়া ) হা ধিক । কি কষ্ট ! কি ? কৰ্ণ প্রভৃতি এই সব মহারথীরাও যুদ্ধ হতে পরার্থ হচ্চেন ? ( আশঙ্কার সহিত ) কি ?—পিতার নিয়োজিত সৈন্যদেরও এইরূপ অবস্থা ? আচ্ছ, হোক। ভো ভো! কৌরব সেনা-সমুদ্র-বেলা-রক্ষক মহা-মহীধর নরপতিগণ! ক্ষান্ত হও, ক্ষান্ত হও, সহসা সমর পরিত্যাগ কোরে না । রণভূমি তেয়াগিয়া আর নাহি মৃত্যুভয় —ইহা যদি জানি তাহা হলে হেথ হতে অন্তত্তরে পলায়ন শ্রেয় বলে মানি । অবশ্য জীবের মৃত্যু আছে এক দিন তবে বৃথা কেন যশ করহ মলিন ? অস্ত্র-শিখা করি’ ব্যাপ্ত শত্ৰু-জলধির মাঝে সেনাপতি পিতা মম