এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তৃতীয় অঙ্ক । ○○ গুরু-দক্ষিণার ধার শুধিল কি গদার প্রহারে ? সারথি ।—ছি ছি, তা নয়। অশ্ব — নীতি-ধৰ্ম্ম বিসৰ্জ্জিয়া অৰ্জুন কি তবে বধিল সে শিষ্য-প্রিয় পিতারে আহবে ? সারথি —তা কি কখন হতে পারে ? অশ্ব ।— তবে কি গোবিন্দ তার সুদৰ্শন-ধারে করিলা নিহত রণে আমার পিতারে ? সারথি ।—না, তাও না । অশ্ব – এ তিন জন ছাড়া অন্য কোন জনে পিতারে বধিবে—হেন নাহি লয় মনে ॥ সারথি –কুমার ! মহা অস্ত্রপাণি যিনি,— যাহার তুলনা এক ধূর্জটির সনে— কুপিত হইলে তিনি এরা কি পারেন র্তারে আঁটিতে গো রণে ? শোকে অভিভূত হয়ে করিলেন যবে তিনি - অস্ত্র বিসর্জন, ক্ষুদ্র এক রিপু আসি’ এ ঘোর দারুণ কাৰ্য্য করিল সাধন ॥ অশ্ব —শোকেরই বা কারণ কি ?—অস্ত্র পরিত্যাগেরই বা কারণ কি ? সারথি –কুমার। একমাত্র তুমিই তার কারণ। অশ্ব। — কি ? -আমি ?-আমি তার কারণ ?