পাতা:বেণীসংহার নাটক.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । (f(t এখন তবে বৎস অশ্বথামাকে কি করে দেখুব ?–কিন্তু না, অশ্বথামার চিত্ত হিমাচলের ন্যায় গুরু-সার, জগতের অবস্থাও সে বিলক্ষণ বোঝে, শোকের আবেগে সে যে একেবারে অভিভূত হবে, এরূপ আমার আশঙ্কা হয় না । কিন্তু পিতার এরূপ অসম্ভাবনীয় মৃত্যু-কথা শ্রবণ করে না জানি সে এখন কি করচে। অথবা :– একেরি তো কাৰ্য্য-ফলে ধরা-মাঝে এ দারুণ কাও সংঘটিত দ্বিতীয়ের কেশ-গ্রহে নিশ্চয় এবার হবে প্রজা নিঃশেষিত ॥ (চিন্তা করিয়া) এই যে বৎস এইখানে আছে, এইবার তবে ওর নিকটে যাই । ( নিকটে গিয়া সভয়ে ) বৎস! শান্ত হও, শান্ত হও । অশ্ব।—(সংজ্ঞা লাভ করিয়া সাশ্র-লোচনে ) হ৷ তাত ! সকল ভুবনের অদ্বিতীয় গুরু ! (আকাশে ) যুধিষ্ঠির । যুধিষ্ঠির । জন্মাবধি কভু তুমি বল নাই অসত্য বচন তুমি গো অজাতশত্রু কারো দ্বেষ কর নি কথন। পিতা গুরু দ্বিজ-প্রতি বল দেখি কেমনে এখন —মম ভাগ্য-দোষ-বুশে— সে সমস্ত করিলে লঙ্ঘন ?