পাতা:বেণীসংহার নাটক.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীসংহার নাটক । و هنا তখন কি ধৃত ধনু এ অশ্বথামায় তব পড়ে নাই মনে ? —পাঞ্চাল-পাণ্ডুর সেনা বিনাশিতে পারে যে গে। অনায়াসে রণে ইতস্ততঃ-উৎক্ষিপ্ত লঘু তুলারাশি যথা প্রলয়-পবনে ॥ " অহে ! যুধিষ্ঠির! যুধিষ্ঠির । অজাতশত্রু । সত্যবাদী ধৰ্ম্মপুত্র ! তোমার ও তোমার ভ্রাতৃগণের তিনি কি অপকার করেছিলেন? অথবা, ইতর জনের মত অলীক-প্রকৃতি-সুলভ কুটিলতা প্রকাশ করে তোমার কি লাভ হল ? , আচ্ছা বল দেখি অৰ্জ্জুন ! সাত্যকি ! মহাবাহু ! মাধব ! যিনি মুরাসুর নরলোকের অদ্বিতীয় ধনুধর, দ্বিজশ্রেষ্ঠ, পরিণত-বয়স্ক, সকলের পূজনীয় আচাৰ্য্য—বিশেষত আমার পিতা—র্তার মস্তক, সেই দ্রুপদ-কলঙ্ক নর-পশু পাপ-হস্তে স্পর্শ করলে—আর তোমরা তা দেখেও উপেক্ষা করলে -- এ কি তোমাদের উচিত কাজ হয়েছিল ?—অথবা, এরা সকলেই পাপের ভাগী যে সকল নর-পশু কাণ্ডাকাগু জ্ঞান-হীন রণস্থলে ছিল অস্ত্র ধরি* —কিবা ভীম—কি অর্জুন অথবা—এমন কি “নরকের” রিপু সেই হরি— তাহাদের মাঝে এই মহাপাপ-কৃত, দৃষ্ট, অথবা অনুমোদিত যাহার দ্বারায় —এখনি বধিয়া তারে, মেদ-মাংস রক্ত তার বলি-উপহার দিব দিক-দেবতায় ॥