পাতা:বেণীসংহার নাটক.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । \\9 ধৃত-অস্ত্র বাহুরূপ ভেলার আশ্রয়ে দেখ যায় পর-পারে । আচার্য্য শুনিলা যবে রণস্থলে পুত্রের নিধন —শস্ত্র গ্রহণের কালে করিলেন শস্ত্র বিসর্জন ? পণ্ডিতেরা ঠিকই বলেচেন,—“স্বভাব অপরিহার্য্য ।” কেন না, শোকান্ধ-চিত্ত হয়ে, ক্ষত্রধৰ্ম্মের কঠোরতা পরিত্যাগ করে, তিনি কি ন। অবশেষে দ্বিজাতি-সুলভ মৃদুতা অবলম্বন করলেন । কর্ণ।-রাজন্‌! কৌরবেশ্বর ! তা নয়। দুৰ্য্যে। —তবে কি ? কর্ণ।—শুনতে পাই নাকি, দ্রোণের এইরূপ অভিপ্রায় ছিল যে, তিনি পৃথিবী-রাজ্যে অশ্বথামাকে অভিষিক্ত করবেন। তা না হলে র্তার অস্ত্র ধারণই বৃথা । দুৰ্য্যো –(মাথা নাড়িয়া) তাই কি ? কর্ণ।—এইজন্তই তার আনুকূল্যে যে সব রাজারা এই কৌরবপাণ্ডব মহা-সমরে প্রবৃত্ত হয়েছিল, তাদের পরস্পর-নিধনে ও প্রধানপুরুষ-বধে তিনি উপেক্ষা করেছিলেন। দুৰ্য্যো —এ কথা ঠিক্‌ ৷ কর্ণ।—রাজন্‌! আর এক কথা ; দ্রুপদ, তার বাল্যকাল হতেই এই অভিপ্রায় জানতে পেরে তাকে স্বরাজ্যে বাস করতে দেন নি । - - দুৰ্য্যো –অঙ্গরাজ ! তুমি ঠিক কথা বলেছ।