এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
や28 বেণীসংহার নাটক । কর্ণ।—এ শুধু আমার কথা নয়, অন্ত নীতিজ্ঞ ব্যক্তিরাও এইরূপ মনে করেন । দুৰ্য্যো –তাই বটে। এতে আর কোন সন্দেহ নেই। নচেৎ —অভয় দিয়া বধিল অর্জুন যবে সেই সিন্ধুরাজে, পারিত কি উপেক্ষিতে সেই মহারথী দ্রোণ এইরূপ কাজে ? কৃপ –(অবলোকন করিয়া) বৎস! ঐ দেখ, দুৰ্য্যোধন কর্ণের সঙ্গে ঐ গুগ্রোধ-তরুর ছায়ায় বসে আছেন, এসে আমরা ওঁর নিকটে যাই। (তথাকরণ ) , উভয়ে —জয় মহারাজের জয় । দুর্যে । —( দেখিয়া ) এ কি ! কৃপ ও অশ্বথামা যে। (আসন হইতে নামিয়া ) গুরুদেব ! প্রণাম । ( অশ্বথামার প্রতি ) এসো এসো গুরুপুত্র – পিতা যার রণে হত মোদেরি কারণ— চারু অঙ্গে অঙ্গ মম স্পর্শ করি’ গাঢ়রূপে কর আলিঙ্গন । তব পিতৃ-অনুরূপ দেখি যে গো ও-ভুজ-পরশ । তমু মোর রোমাঞ্চিত —সমুদিত অপূৰ্ব্ব হরর্ষ। (আলিঙ্গন পূর্বক পাশ্বে বসাইয়। ) অশ্ব —(অশ্রমোচন ) , -