পাতা:বেণীসংহার নাটক.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ぐりQ কর্ণ।--দ্ৰোণ-পুত্র! আপনাকে শোকানলে অতিমাত্র নিঃক্ষিপ্ত কোরো না । - ফুর্ষে —আচাৰ্য্য-পুত্র! এই বিপদ-সাগরে আমাদের সহিত তোমার প্রভেদ কি ? দেখ ঃ– তব পিতা দ্রোণাচাৰ্য্য আমারো তো পিতৃ-সখী --অতি মেহবান । শস্ত্রে যথা তব গুরু আমারে তো গুরু তিনি তোমারি সমান । র্তাহার নিধনে মোর হৃদে জলে যেই শোকানল শোক-তপ্ত তুমি যে গো —তুমি-ই তা’ বুঝিবে কেবল ৷ কৃপ ।—বৎস! কুরুপতি যা বল্লেন তাই বটে। অশ্ব —রাজন্‌! আমার প্রতি তোমার যখন এতটা স্নেহ, তখন আমার শোক-ভারের লাঘব হওয়াই উচিত। কিন্তু – জীবিত থাকিতে আমি পিতারে করিল বধ কেশ আকর্ষণে, অন্তে যারা পুত্রহীনু এবে তারা পুত্র-পূহ করিবে কেমনে ? কর্ণ।—দ্রোণ-পুত্র! এস্থলে এমন কি করা হয়েছিল যার দরুণ তিনি,—সেই সৰ্ব্ব-অপমান পরিত্রাতা শস্ত্র পরিত্যাগ করে’ আপনাকে এরূপ শোচনীয় অবস্থায় উপনীত করলেন ?

  • S