পাতা:বেণীসংহার নাটক.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীসংহার নাটক । وبا ولما অশ্ব —অঙ্গরাজ ! কি বল্পে তুমি ?—“এস্থলে এমন কি করা হয়েছিল ?” পাণ্ডব-সৈন্তের মাঝে নিজ বাহু-বলে বলী— শস্ত্র যেই করয়ে ধারণ, পাঞ্চলের গোত্ৰ-মাঝে যেই থাকৃ—বাল, বৃদ্ধ গৰ্ভশায়ী কিম্বা শিশু-জন, সেই কাৰ্য্য-সাক্ষী হয়ে আমার বিরুদ্ধে যেই রণস্থলে করে বিচরণ, ক্রোধান্ধ জগতান্তক সে জন যদিও হয় —আমি তার কালাস্তক যম ॥ তা ছাড়া, ওগো জামদগ্ন্য-শিষ্য কর্ণ। এই সেই কুরুক্ষেত্র যেথা পূৰ্ব্বে জামদর্য শক্র-রক্ত-জলে হ্রদ করিলা প্লাবিত । র্তারি মত, ক্ষত্র হস্তে কেশগ্রহ-অপমানে পিতা মোর বিধিমতে হন নিগৃহীত। তারি এই দীপ্যমান , মহা-অস্ত্র শত্রুবিনাশন ; তিনি যা করিলা পূৰ্ব্বে - —দ্রোণ-পুত্র করিবে এখন | দুর্যে –আচাৰ্য্যপুত্র। তার স্তায় অনন্তসাধারণ বীর কি আর কেউ আছে ? - . কৃপ।—রাজন্‌! দ্রোণ-পুত্র এই সুমহান সমর্ভার বহন করতে কৃতসংকল্প হয়েচেন । আমার মনে হয়, ইনি বদ্ধ-পরিকর হলে