পাতা:বেণীসংহার নাটক.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やゲ বেণীসংহার নাটক । শোকীর্ত হয়েই এই কথা বলুচি, বীরজনকে তিরস্কার কর আমার অভিপ্রায় নয় । কর্ণ। —মূঢ় ! শোকাৰ্ত্ত ব্যক্তির অশ্রুপাত করাই উচিত ও কুপিত ব্যক্তির শস্ত্ৰধারণ করে রণক্ষেত্রে অবতরণ করাই কৰ্ত্তব্য—এ সব প্রলাপের কি প্রয়োজন ? অশ্ব –(সক্রোধে) ওরে রাধা-গর্ভভারভূত স্থতাধম—কেন এরূপ কটুক্তি করচিস ? কর্ণ।– স্থত হই, স্থত-পুত্র, হই আমি, যা হই তা হই, কুলে জন্ম দৈবায়ত্ত, নিজায়ত্ত পৌরুষ নিশ্চয়ি ॥ অশ্ব =কি বল্পে তুমি ? আমি অশ্বথাম শোকাৰ্ত্ত, তাই অশ্রুপাতই আমার একমাত্র প্রতিবিধানের উপায়—শস্ত্র নয় ? দেখ ঃ– গুরু-শাপ-বাক্যে কি গো বীৰ্য্য-হীন শস্ত্র মোর তব শস্ত্র সম ? তব সম আমি কি গো পলায়ে এসেছি হেথা পরিহরি’ রণ ? - কুল-কীৰ্ত্তি-স্তুতি-বেত্তা সারথির কুলে কি গো জনম আমার ? ক্ষুদ্র অরিঅনিষ্ট কি— শস্ত্রে নয়--অশ্রুজলে হবে প্রতিকার ? কৰ্ণ -(সক্রোধে) ওরে বাকু সৰ্ব্বস্ব, বৃথা শস্ত্ৰধারী অনিপুণ বটু —