१२ রেণীসংহার নাটক। অর্জুনে বধিব আমি, ওকে তুমি ছাড়ো মহারাজ। কর্ণ ও অজুন-শূন্য করিব এ ধরণীরে আজ ॥ কৰ্ণ –(খঙ্গ উঠাইয়া) ওরে বাচাল। ব্রাহ্মণাধম! তা তুই কখনই পারবি নে। ছাড়ন মহারাজ ছাড়ন, আমাকে - নিবারণ করবেন না । ( বধ করিতে উদ্যত ) দুৰ্যোধন ও কৃপ —(নিবারণ করিয়া ) দুর্যে –কর্ণ গুরুপুত্র । আজ তোমাদের এ কি বুদ্ধি-বিপৰ্য্যয় উপস্থিত হল ? - কৃপ –বৎস! তুমি কোথায় পাণ্ডবদের উচ্ছেদ করবে, না এখন কি না আপনাদের মধ্যেই বিবাদ-বিসম্বাদ ?—এ কি বিপরীত বুদ্ধি ! এই সময়ে যদি আত্ম-বিচ্ছেদরূপ বিপদ উপস্থিত হয়, তা হলে জানব, তোমা হতেই রাজকুলের এই অনিষ্ট ঘটল । অশ্ব — মাতুল ! এই কটু-প্রলাপী, রথকার-কুল-কলঙ্কের দর্প চূর্ণ করতে আমাকে দেবেন না ? কৃপ।-বৎস! এখন নিজ সৈন্যের প্রধানদের মধ্যে বিরোধ করা বার সময় নয়। অশ্ব –মাতুল ! তা যদি হয় – যাবৎ না এ পাপাত্মা অরি-শরে হইবে নিধন —প্রিয় হইলেও অস্ত্র - রণে আমি করিব বর্জন।
পাতা:বেণীসংহার নাটক.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।