পাতা:বেণীসংহার নাটক.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীসংহার নাটক। প্রথম অঙ্ক । नांनी । ইন্দু করে বিকসিত মুকুল যাহার, নিবারিত হইয়াও মধুকরগণ । পিয়ে যার মধু—হরিচরণ-বিকীর্ণ হেন পুষ্পাঞ্জলি—সভা-নয়ন-রঞ্জন— করুক মোদের সবে সাফল্য বিধান ॥ অপিচ ঃ- - রাধায় ত্যজিল কৃষ্ণ যবে সেই কালিন্দীর পুলিনের পরে, রাস-রস-প্রিয়-রাধ। কঁাদিতে কাদিতে চলে কেলি-মান-ভরে। কৃষ্ণ যান পিছে পিছে রাধার পদাঙ্কে পদ করিয়া স্থাপন —হইয়া রোমাঞ্চ তন্ত্র ; প্রসন্ন দৃষ্টিতে রাধ কৃষ্ণের মুখের পানে ফিরি ফিরি’ চাহেন তখন , । —অক্ষুন্ন এ অমুনয় তোমাদের কৃরুক পোষণ ॥