পাতা:বেণীসংহার নাটক.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক প্রহার-মূচ্ছিত দুৰ্য্যোধনকে লইয়া সারথীর প্রবেশ । সারথি ।—( ভয়-ব্যস্ত হইয়া পরিক্রমণ) নেপথ্যে —ও গো নরপতিগণ ! তোমরা বাহুবলের অহঙ্কারে এই মহা সমর-দোহদে প্রবৃত্ত হয়েছ, কৌরবের পক্ষপাতী হয়ে প্রাণ-সৰ্ব্বস্ব পণ করেছ, তোমরা এখন তোমাদের সৈন্যদের থামাও। হত দুঃশাসনের কতক রক্ত গান করে’, ও অবশিষ্ট রক্তে স্নান করে’, ভীম ঘোর বীভৎস-দর্শন হয়ে সেনাদের দারুণ প্রহার করচে—আর, হতাশ সৈন্তেরও ছত্ৰ-ভঙ্গ হয়ে চারিদিকে পলায়ন করচে। . সারথী।–(দেখিয়) দেখ দেখ ধবল-চপল চামরে যার কনক-কমণ্ডলু চুম্বিত, যার শিখরদেশে বৈজয়ন্তী বিরাজিত এইরূপ একটা রথ, সহস্ৰ সহস্র হত অশ্বগজনর-কলেবর বিমৰ্দ্দিত করে', ও তজ্জনিত বিষম উদ্‌ঘাতে বিকম্পিত হয়ে, কিঙ্কিণী-ধ্বনি করতে করতে ঐ দিকে যাচ্চে—ঐ রথে কৃপাচার্ষ্য আরূঢ় হয়ে অর্জুন-আক্রান্থ অঙ্গরাজকে অনুসরণ করচেন। যাক্ ! এইবার তবে আমাদের সৈন্তগণের একটা নির্ভরের স্থান হ’য়। (নেপথ্যে-কোলাহলের বিরাম) ( ভীমের প্রবেশ ) ভীম –ও গো ! কৌরব-সৈন্তের বীরগণ —আমাকে দেখে ভয়ে