পাতা:বেণীসংহার নাটক.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓb” বেণীসংহার নাটক । কেমন সঞ্চালিত হচ্চে। সমর-ক্লান্ত বীরজনেরই এই উপযুক্ত বিশ্রাম-স্থান। এখানে এই অযত্ন-সুলভ তাল-বৃন্তের ব্যজনে আর, হরিচন্দন-শীতল সরসী-সমীরণে, মহারাজ শীঘ্রই বিগত ক্লম । হবেন। আর এই রথও এখন ছিন্ন-ধ্বজ, সুতরাং সহজেই ছায়াতলে প্রবেশ করতে পারবে । ( প্রবেশ ) কে আছে গো ওখানে ? ( চারিদিকে অবলোকন করিয়া ) এ কি ! পরিজন কেউই নিকটে নেই ? ভীমের এইরূপ ভীষণ মূৰ্ত্তি, আর মহারাজের এইরূপ অবস্থা দেখে তারাও দেখুচি ভয়ে শিবিরে পলায়ন করেচে। ওঃ ! কি কষ্ট, কি কষ্ট ! “পার্থ-হতে ভয় নাই” করি’ এই অভয় প্রদান দ্রোণাচাৰ্য্য সিন্ধুরাজে অবশেষে না করিল ত্ৰাণ। হইলেও দুঃসাধ্য স্ব-প্রতিজ্ঞা অনায়াসে রণ-মাঝে করিয়া পূরণ দুঃশাসন-পরে ভীম করিলেন মৃগবৎ এ হেন নৃশংস আচরণ ? এ সমস্ত করিয়াও কুরুকুল-প্রতিকুল দৈব সে এখনো হইতে গো পারে নাই পূর্ণ মনোরথ তবু —মনে হয় হেন ৷