পাতা:বেণীসংহার নাটক.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। "お (রাজাকে অবলোকন করিয়া ) এ কি ! এখনও মহারাজের চেতনা হল না ? ওঃ ! কি কষ্ট ! (দীর্ঘ নিঃশ্বাস ) মদমত্ত করি-শিশু বন-মাঝে সব তরু উৎপাটিয়া, রাখে শুধু একটি গো শাল-তরু যথা ; কুরুকুলে সেইরূপ সমস্ত কুমার হত, তুমি শুধু অবশিষ্ট —নেহারেন কটাক্ষে বিধাত ॥ হ, হতবিধে ! তুমি ভরত-কুলের প্রতি নিতান্তই বিমুখ — গদাপাণি ভীমসেন অক্ষত-শরীর রণে --নাহি তার জীবনে সংশয় । প্রতিকুল তুমি বিধি করিবে গো পূর্ণ আজি ভীমের সে প্রতিজ্ঞা নিশ্চয় ॥ দুর্যে —(অল্পে অল্পে সংজ্ঞালাভ করিয়া ) আঃ ! আমি জীবিত থাকৃতে সেই পবন-পুত্র বৃকোদরের সাধ্য কি যে সে তার প্রতিজ্ঞা পূর্ণ করে। ভাই দুঃশাসন ! ভয় নাই, ভয় নাই, আমি যাচ্চি। সারথি ! যেখানে দুঃশাসন আছে সেই দিকে আমার রথ নিয়ে চল। সারথি —মহারাজ ! আপনার অশ্বেরা এখন রথ-বহনে অক্ষম। (চুপি চুপি ) আর আমরাও এখন অক্ষম। দুর্যে। -( রথ হইতে নামিয়া সগৰ্ব্বে আবেগ-সহকারে) রথের অপেক্ষায় থেকে আর কি হবে ? - সারথি ।—(অপ্রতিভ হইয়া সকরুণ ভাবে ) ক্ষান্ত হোন মহারাজ !