পাতা:বেণীসংহার নাটক.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vR বেণীসংহার নাটক। মুচ্ছ ভাঙিল না মোর —একি ঘোর দুর্ভাগ্য হা রে! যে রক্ত-শয্যায় শোয় মোর সেই ভাই দুঃশাসন আমি কিম্বা বৃকোদর তাহে নাহি করিমু শয়ন ? (নিশ্বাসিয়া আকাশ অবলোকন ) হা হতবিধে ! তোমার কিছুমাত্র দয়া নেই—তুমি ভরত-কুলের প্রতি নিতান্তই বিমুখ । হবে না কি মৃত্যু মোর ? ভীম-হস্তে আমি কি গো হব না নিহত ? সারথি —মহারাজ ! ও পাপ-কথা মুখে আনবেন না। দুৰ্য্যো –কি হবে গো রাজ্য জয়ে প্রাণের সে ভাই যবে হইল বিগত। ( আহত হইয়। একজন দূতের প্রবেশ । ) দূত।—আপনারা কি সারথির সঙ্গে মহারাজ দুৰ্য্যোধনকে এইদিকে কোথাও দেখেছেন ? কৈ, কেউ যে কিছুই বলে না। আচ্ছ, ঐ যে কতকগুলি বদ্ধ-পরিকর লোক ঐখানে দেখা যাচ্চে, ঐখানে গিয়ে জিজ্ঞাসা করি। এরা তো ঘন-বৰ্ম্মজালে দুর্ভেদ্যমুখ কঙ্কপত্র দিয়ে নিজ নিজ প্রভুর হৃদয়-হতে শল্য উদ্ধার করচে। আচ্ছ, অন্ত দিকে দেখা যাক। ঐখানে অনেকগুলি বীর একত্রিত হয়েচে, ঐখানে গিয়ে জিজ্ঞাসা করি। ওহে ! মহারাজ কোথায় আছেন তোমরা কি জান ?—একি ?—এর যে আমাকে দেখে আরও বেশি কাদতে লাগল। এরাও দেখচি