চতুর্থ অঙ্ক । , yV) কিছুই জানে না। এখানে দেখুচি একটা ভয়ানক কাও উপস্থিত, যুদ্ধে পুত্র হত হয়েচে শুনে এই বীরমাতা রক্তবস্ত্র পরিধান করে', পুত্রের সহিত একসঙ্গে চিত্তারোহণ করচেন। সাধু বীরমাতা সাধু! জন্মান্তরে তোমার পুত্র কখন আর নিহত হবে না। আচ্ছ, অন্ত দিকে এখন খোজা যাক। এই আবার কতকগুলি যোদ্ধা বহু অস্ত্রাঘাতে আহত হয়ে ও ক্ষত-স্থানের প্রতীকারে অসমর্থ হয়ে ঐখানে রয়েছে; আবার আর একটি যোদ্ধা শূন্তাসন অশ্বকে পেয়ে রোদন করচে ; এদেরও প্রভু নিশ্চয় নিহত হয়েচে । এরাও তো কিছু জানে না ; আচ্ছা, আমি তবে অন্যদিকে গিয়ে জিজ্ঞাসা করি। একি ! দৈব বিমুখ হওয়ায়, সকলেই যে নিজ নিজ অবস্থানুরূপ বিপদে পড়ে’ একবারে বিহবল ৷ এস্থলে কাকেই বা জিজ্ঞাসা করি, কাকেই বা তিরস্কার করি । দৈবই কেবল এখন তিরস্কারের পাত্র। অহো দৈব ! যিনি একাদশ অক্ষৌহিণীর অধিনায়ক, শত ভ্রাতার জ্যেষ্ঠ ও প্রভু ; ভীষ্ম, জয়দ্ৰথ, কর্ণ, শল্য, কৃপ, কৃতবৰ্ম্ম, অশ্বথামা প্রভৃতি রাজ-চক্রের— সকল পৃথিবী-মণ্ডলের অধিপতি—সেই মহারাজকে এত অন্বে ষণ করচি তবু জানতে পারচিনে তিনি কোথায় আছেন ? কিন্তু ন, দৈবকে কেন বৃথা তিরস্কার করচি। কেন না, বিছরের নিষেধবাক্যে বিদুরের প্রতি ভৎসনা যার বীজ, পিতামহের হিতোপদেশ যার অঙ্কুর, হতভাগ মুকুনির প্রোৎসাহ-বচন যার মূল—সেই জতুগৃহরূপ বিষবৃক্ষের চির-পোষিত বদ্ধ-বৈররুপ আলবালে জলসেচন হয়ে এই ফল উৎপন্ন হয়েচে । ঐ যেখানে বিবিধ রত্নপ্রভার ছটায়, স্বৰ্য্য-কিরণ-প্রস্থত সহস্ৰ ইন্দ্ৰধনুরষ্ঠায় দিষ্মণ্ডল উদ্ভাসিত,—ঐখানে একটা ভগ্নধ্বজ রথ দেখা যাচ্চে না? ঐখানে
পাতা:বেণীসংহার নাটক.djvu/৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।