পাতা:বেণীসংহার নাটক.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

切"8 বেণীসংহীর মাটক। নিশ্চয় মহারাজ জুর্য্যোধন বিশ্রাম করচেন। (নিকটে গিয়া দর্শন ) জয় মহারাজের জয় ! - সারথি —মহারাজ ! যুদ্ধক্ষেত্র হতে মুনারক এসেছেন। দুৰ্য্যো –(অবলোকন করিয়া ) একি ?—সুন্দরক যে ! অঙ্গরাজের কুশল তো ? - সুন্দ।--মহারাজ। শুধু শরীরেরই কুশল । দুৰ্য্যো -( ভয়-ব্যস্ত) সুন্দরক! অর্জুনের বাণে রথের অশ্বগণ ও সারথি কি নিহত ?—অথবা রথ কি ভগ্ন ? সুন্দ —মহারাজ ! রথ ভগ্ন হয় নি–র্তার মনোরথই ভগ্ন হয়েচে । দুৰ্য্যে। -(সরোষে) ওরে । এইরূপ অস্পষ্ট কথায় আমার আকুল মনকে আরও আকুল করে তুলচিস্ কেন ?—ম্পষ্ট করে বল । সুন্দ।—যে আজ্ঞে মহারাজ। আশ্চৰ্য্য ! মহারাজের মুকুটমণির প্রভাবে আমার রণ-প্রহার-বেদন দূর হল। ( মগৰ্ব্বে পরিক্রমণ ) শুনুন মহারাজ ! আজি কুমার দুঃশাসন নিহত— (অৰ্দ্ধোক্তি করিয়া মুখ আচ্ছাদন ) সারথি —সুন্দরক! দৈব আমাদের পূৰ্ব্বেই তা বলেচেন—তবু আবার বল । - দুৰ্য্যো।—আমরা শুনেছি, তবু বল। মুন –শুনুন মহারাজ ! আজ কুমার দুঃশাসনের বধে আমার প্রন্থ অঙ্গরাজ কুপিত হয়ে,কুটিল অফুট ললাট-তলে ধারণ করে, অতি ক্ষিপ্রহস্তে অসংখ্য বাণ বর্ষণ করতে করতে সেই দুরাচার দুরাত্মা মধ্যমপাণ্ডব ভীমসেনকে আক্রমণ করলেন। উভয়ে।—তার পর—তাঁর পর ? সুন্দ ।--তার পর মহারাজ, উভয় সৈন্তের অশ্ব পদাতির পদোখিত