bや বেণীসংহার নাটক । হস্তে শর-পুঙ্খ-বন্ধন মুক্ত করে’, সারথিকে ত্বরা দিতে দিতে, সেইখানে গিয়ে উপস্থিত হলেন। দুৰ্য্যো –( গৰ্ব্বিত ভাবে ) তার পর—তার পর ? সুন্দ –তার পর মহারাজ, কুমার বৃষসেন সেখানে এসেই বিগলিতশিখা-শুামল স্নিগ্ধ-পুঙ্খ কৃষ্ণবর্ণ কঠিন কঙ্কপত্রযুক্ত, শিলাময় তীক্ষুধার শল্যরূপ কুমুমে-ভূষিত শর-জালে ধনঞ্জয়ের রথকে একেবারে ছেয়ে ফেল্লেন । দুৰ্য্যো –(সহৰ্ষে ) তার পর, তার পর ? সুন্দ।--তার পর মহারাজ, ধনঞ্জয় তীক্ষধার ভল্ল ও বাণ বর্ষণ করতে করতে, একটু ছেসে বল্লেন, “ওরে বৃষসেন! রণে তোর পিতাও আমার সম্মুখে তিষ্ঠতে পারে না, তা তুই তো বালক। যা, তুই অন্ত কুমারদের সঙ্গে যুদ্ধ করগে।” এই কথা শুনে, গুরুজনের প্রতি কটুক্তিজনিত কোপে আরক্ত-মুখ হয়ে, ভীষণ ক্রকুট ধারণ করে ধনুর্ধারী বৃষসেন—পরুষ বচনে নয়—কিন্তু মৰ্ম্মভেদী পরুষ বাণে অর্জুনকে ভৎসনা করলেন। রাজা –সাধু বৃষসেন সাধু সুন্দরক! তার পর ? সুন্দ।—তার পর মহারাজ, ধনঞ্জয় কুমারের শাণিত-শর প্রহারের বেদনায় কুপিত হয়ে, বজ্রনির্ঘোষে গাওঁীব টঙ্কার করে, শিক্ষাবলের অনুরূপ বাণ-বর্ষণে দৃষ্টিপথ আচ্ছন্ন করে', মুহূর্তের মধ্যে অদ্ভুত কাও করলেন । দুৰ্য্যো –( আকুত-সহকারে ) তার পর—তার পর ? সুন্দ।—তার পর মহারাজ, র্তার শক্র চটুল হস্তে ধনুগুণ সংযোজন ও পরিত্যাগে অত্যন্ত, নৈপুণ্য ৎকাশ করচে দেখে, কুমার বৃষসেন আরও ঘোরতর যুদ্ধে প্রবৃত্ত হলেন। ।
পাতা:বেণীসংহার নাটক.djvu/৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।