চতুর্থ অঙ্ক। brዓ দুৰ্য্যে —তার পর ? সুন্দ –তার পর মহারাজ, উভয়ের মধ্যে কিয়ৎকালের জন্য যুদ্ধের বিরাম হলে, “সাধু কুমার বৃষসেন সাধু”—এইরূপ উভয় সৈন্তের বীরগণ চীৎকার করতে করতে তাকে দেখতে লাগল। দুৰ্য্যো –(সবিস্ময়ে ) তার পর, তার পর ? সুন্দ।—তার পর মহারাজ, পূৰ্ব্বে যাকে সমস্ত ধনুধারী বীরগণ অবজ্ঞা করেছিল—সেই পুত্রের সমর-ব্যাপার দেখে, প্ৰভু অঙ্গরাজের মনে কখন রোষ, কখন হর্ষ, কখন করুণা ও কথন শঙ্কার উদয় হতে লাগল ; এবং তিনি একসঙ্গেই ভীমসেনের উপর শর-ধারা ও কুমার বৃষসেনের উপর বাষ্পাকুল দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন । দুৰ্য্যো –(সবিস্ময়ে ) তার পর –তার পর ? সুন্দ –তার পর মহারাজ, কুমারের প্রতি উভয় সৈন্যের সাধুবাদ শ্রবণে ও কুমারের শর-বর্ষণে অর্জুন ক্রোধে প্রজ্জ্বলিত হয়ে, অশ্ব, সারথি, রথ, ধনু, জ্যা, রাজ-চিন্তু শুভ্র আতপত্র,— সমস্তেরই উপরে সমান ভাবে বাণ বর্ষণ করতে লাগলেন। দুৰ্য্যো –(সভয়ে ) তার পর ? সুন্দ। —তার পর মহারাজ, কুমার রথহীন ও ছিন্ন-ধমুগুণ হয়ে, চতুর্দিকে শর-পতন-বশত ইতস্তত বিচরণ করতে না পেয়ে, অবশেষে মণ্ডল-গতি রচনা করতে লাগলেন। দুৰ্য্যো।—( আশঙ্কা-সহকারে ) তার পর, তার পর ? সুন্দ। —তার পর মহারাজ, সারথি, রথ ধ্বংশ হওয়ায় প্রভু অঙ্গরাজের রোষ উদ্দীপিত হল । তিনি তখন ভীমসেনের আক্রমণ উপেক্ষা করে ধনুঞ্জয়ের উপর অজস্রধারে বাণ
পাতা:বেণীসংহার নাটক.djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।