পাতা:বেণীসংহার নাটক.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જે જ বেণীসংহার নাটক । আমার অসাক্ষাতে, একাকী পুত্র অভিমনু্যকে বধ করেছ— এখন আমি তোমাদেরই সাক্ষাতে কুমার বৃষসেনকে এই দেখ বধ করি” এই কথা বলে সগৰ্ব্বে গাওঁীব আস্ফালিত করে’, ভীষণ নির্ঘোষে ধনুগুণ টঙ্কার করলেন। প্রভুও তার “কল পৃষ্ঠ” নামে ধনু সজ্জিত করলেন। দুৰ্য্যো –(অবহিখ সহকারে)—তার পর, তার পর ? : সুন্দ –তার পর মহারাজ, অর্জুন ভীমসেনকে যুদ্ধ করতে নিষেধ করে অঙ্গরাজ ও বৃষসেন-রূপ কুল-ধ্বংশী বাণ-নদী রচনা করলেন । তারাও উভয়ে পরস্পর-প্রতি স্নেহ-প্রদর্শিত শিক্ষা বিশেষের দ্বারা মধ্যম পাওবকে আক্রমণ করলে। দুৰ্য্যো।—তার পর, তার পর ? সুন্দ –তার পর মহারাজ, অর্জুন বাণ বর্ষণ করতে লাগলেন— বাণ বর্ষিত হচ্চে কেবল উচ্চ জ্যা-নির্ঘোষেই তা জানা যাচ্ছিল ; কি নভস্তল, কি প্রভু, কি রথী, কি ধরণী, কি কুমার, কি কেতু-দও, কি সৈন্ত, কি সারথি, কি তুরঙ্গম, কি বীরগণ—কিছুই আর দৃষ্টিগোচর হচ্চিল না। দুৰ্য্যো –(সবিস্ময়ে) তার পর, তার পর ? সুন্দ।--তার পর মহারাজ, কিছুক্ষণ এইরূপ শর-বর্ষণ হবার পর পাণ্ডবসৈন্যের মধ্যে সহর্ষ সিংহ-নাদ, ও কৌরব-সৈন্য-মধ্যে “হায় হায়! কুমার বৃষসেন হত”–এইরূপ কাতর হাহাকার সমুখিত হয়ে মহান কোলাহল উপস্থিত হল। দুৰ্য্যো –(অশ্রুপাতের সহিত ক্রোধ) তার পর, তার পর ? সুন্দ। —তার পর মহারাজ, প্রথমে কুমারের সারথি, তুরঙ্গ নিহত হল ; আতপত্র, ধনু, চামর, ধ্বজদণ্ড সমস্ত ভগ্ন হল; অবশেষে