চতুর্থ অঙ্ক । సెb স্বৰ্গ-ভ্রষ্ট সুরকুমারের ন্যায় একটি বাণে বিদ্ধ হয়ে কুমারও রথমধ্যে পতিত হলেন। এই সমস্ত দেখে আমি এখানে আসূচি। দুৰ্য্যো –(সাশ্র নয়নে ) ওহোহো কুমার বৃষসেন!—আর শুনে কি হবে ? হা বৎস বৃষসেন ! আমার কোলের চঞ্চল শিশু ! তুমি আমার কি আজ্ঞাকারীই ছিলে! হা গদ্য-যুদ্ধ প্রিয় ! হা শৌর্য-সাগর। রাধেয়-কুলাস্কুর । প্রিয়দর্শন ! হা দুঃশাসন নির্বিশেষ ! সৰ্ব্ব-গুরু-বৎসল ! কোথায় তুমি ?—উত্তর দেও। বিশাল সে নেত্র দুটি, নবচন্দ্র-কান্তি সম অতি রমণীয় তার ফুটন্তু যৌবন। কেমনে গো অঙ্গরাজ পঙ্কজ-বদনে তার মৃত্যুর বিকৃত দৃষ্টি করিল দর্শন ? সারথি —মহারাজ ! শোকে অভিভূত হবেন না। দুৰ্য্যো –সারথি । পুণ্যবানেরাই দুঃখ-ভাগী হয়; কিন্তু – হতবন্ধু-অপমান করিয়া গে। প্রত্যক্ষ দর্শন যে অনলে হৃদি মোর দগধ হতেছে অনুক্ষণ তার কাছে কোথা দুঃখ - —কোপ্পা আর হৃদয়-বেদন ? (মূচ্ছিত ) সারথি।—মহারাজ ! শান্ত হোন, শান্ত হোন। (বস্ত্রাঞ্চলে বীজন)
পাতা:বেণীসংহার নাটক.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।