পাতা:বেণু ও বীণা.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b(t বেণু ও বীণা ৷ ছদিনে অতিথি । সে দিন হঠাৎ বর্ষা পেয়ে, কামিনী ফুল ফুটুল বনে ; আমি তাহার একটি গুচ্ছ তুলে নিলাম পুলক মনে । ঘরে এসেই দোয়াত হ’তে, লুকিয়ে, ফেলে দিলাম কালি, দোয়াতের সে ফুলদানীতে ফুলটি রেখে দেখছি খালি ; জোর বাতাসে, হঠাং, ঘরে ঢুক্ল সে এক প্রজাপতি ; রইল রে সে সারাটি দিন, একলা ঘরের হয়ে সাগী । অতিথ হ’ল আমার ঘরে, প্রজাপতি আপন হ’তেই ; ঝড় বাদলে, ছাড়তে তা’রে, পারবনাত কোন মতেই ।