পাতা:বেণু ও বীণা.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। கு-கு গোলাপ | পলে, পলে,—আলোকে, পুলকে, ভরি’ উঠে গোলাপ উষায় ; স্ফরিত পাপড়ি, দিকে, দিকে, কচি ঠোটে কি বলিতে চায় ? রৌদ্রের সাগ্রহ আলিঙ্গনে,— বায়ুর চুম্বনে, উষ্ণ শ্বাসে,— গন্ধ-ধারা স্বজিয়া কাননে, কৌতুকী সে—হাসে, শুধু হাসে ! অলি আসে—মধু লয়ে যায়, থাকে না সে কাজ সাঙ্গ ক’লে, গোলাপ সে মুখানি ফিরায়, শ্রান্তি ভরে বুন্তে পড়ে ঢ’লে । রক্তমুখী সন্ধ্যার গোলাপ, ভাবে বুঝি লাবণ্য বাড়িছে ;– বিষ ঢালে দিনান্তের তাপ, আর জীবনের আশা মিছে। >e 3