পাতা:বেণু ও বীণা.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ஆக- , অক্ষয়-বট । জন্ম তব সত্যযুগে, হে অক্ষয়-বট, শাস্ত্রে কহে , সত্য কি ? কহ তা’ মোরে তুমি বহু আশে এসেছি হে তোমার নিকট, ধন্ত সে, চক্ষে যে হেরে তব পীঠ-ভূমি। ভাসিলা কি নারায়ণ তোমারি পল্লবে ? পিণ্ড দিলা সীতাদেবী তোমারি সাক্ষাতে ? সিদ্ধার্থ দেখিলা তোম৷”—আর ভিক্ষু সবে ? বিক্রম বেতালে লভে—সে কি ও শাখাতে ? বল মোরে বিবরিয়া ছদ্মবেশ রাখি" পূৰ্ব্ব কথা,--সৰ্ব্বতাপ যে কথা ভূলার ; ভূত সাক্ষা তুমি শাখী ; কতই না পার্থী যুগে যুগে শাখে তব বেঁধেছে কুলায় ! সময়-সাগর-জলে মগ্ন অতীতের তুমি মাত্র চিহ্ন শাখী, পূৰ্ব্ব ভারতের ।