পাতা:বেণু ও বীণা.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ قي يتحكحدت مرج শিশুহীন পুরী । সলিল-আলিয়ে রাঙা শিখা ল’য়ে আজিও রয়েছে কমল-কলি ; এ হেন শিশিরে হায়, কা’র তরে, জলে উঠে নিতি অনল জলি’ ! তাম্বলের রসে রাঙায়ে রসনা সোনামুখী বন-জবার হাসি — ফুটিল আবার বনে বনে ওই, আজ কে দেখিবে তাদের আসি’ ? কলায়ের সুটে প্রজাপতি ফুটে,— প্রজাপতি লুটে বেড়ায় খালি ; নারিকেল শিরে বেজে ওঠে ধীরে শত জোড়া ছোট হাতের তালি ! কাঠ-বিড়ালেরা মুখে মুখে করে ঘুরনি ঘোরার হরষ-ধ্বনি ; কাছিমেরা দেয় রোদে গা-ভাসান, শালিকের ফেরে ফড়িং চুনি’ । ১৩১