পাতা:বেণু ও বীণা.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ சூ-இ ও সঙ্গীত আঙরের ফল, মৃঢ়কায় রসের ব্যথায়, অধরের পীড়নে কোমল ভেঙে পড়ে, একৃটি কথায় ; বিন্দু—দুই, স্নিগ্ধ, সুমধুর রস দিয়া—মিলায় কোথায়। বর্ষণাস্তে মুক্তাফল সম,— পল্লবাগ্রে যাহা শোভা পায়,— সন্ধ্যাস্থর্যা,—যাহে অনুপম সপ্ত বর্ণে—আপনি সাজায়,— সে যেন গো তোমার সঙ্গীতে, লয় দিয়া সলিলে মিলায় ! স্বাতী হ’তে ঝরি’ যে শিশির মহামণি হয় সিন্ধুতলে, তুলনা সে—আজি এ নিশির অন্ধকারে যে সুর উথলে ;– আনন্দ-চঞ্চল করি’ মোরে, আকুল করিয়া তারাদলে । জননীর চুম্বনের মত ও স্ব-স্বর, পবিত্র, কোমল,— মন্ত্রপূত, আশীৰ্ব্বাণী-যুত, হৰ্ষ-স্নিগ্ধ যেন শান্তিজল ; সদ্য-ঝরা শেফালি পরশে, হ’ল যেন পরাণ শীতল ! > 8X