পাতা:বেণু ও বীণা.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বেণু ও বীনা।

মমতা ও ক্ষমতা।

পক্ষি-শাবকেরে বটে সেই স্নেহ করে,—
দৃঢ় মুষ্টি-বলে যা'র কাল ফণী মরে;
নহিলে বৃথা সে স্নেহ,—শুধু মনস্তাপ;—
মমতা—ক্ষমতা বিনা, নিস্ফল প্রলাপ।

১৪৭